স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে ৭নং ওয়ার্ডের গরীব জনগণের মাঝে কম্বল বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ চুনু মিয়া চৌধুরী বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন তিনি পুকড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার। চলতি শীত মৌসুমে সরকার প্রদত্ত গরীব ও অসহায় লোকজনের মধ্যে বিতরণের জন্য কম্বল বরাদ্দ দেয়া হয়। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন মেম্বার মোঃ চুনু মিয়া চৌধুরী ব্যতিত অন্য মেম্বারদের ২৭টি করে কম্বল বিতরণের জন্য বরাদ্দ দেন। ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন তাকে কোন মিটিংয়ের দাওয়াত দেন না। তার ওয়ার্ডের গরীব অসহায়দের লোকজনের মধ্যে বিতরণের জন্য কোন কম্বল বরাদ্দ দেননি। এ ব্যাপারে ইউপি সচিব শাহজাহান ও উদ্যোক্তা রুবেল দাশকে জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। তাই ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত দুর্নীতির তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com