এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে হবিগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোঃ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) শৈলেন চাকমা, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়া সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, মশিউর রহমান শামীম, সুলতান মাহমুদ প্রমুখ। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে কালেক্টরেট প্রাঙ্গণে বাঁধন (স্বেচ্ছায় রক্তদান সংগঠন) কর্তৃক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় ‘মুক্তিযুদ্ধকে জানি বঙ্গবন্ধুকে জানি’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জের বিভিন্ন স্কুলের প্রায় একশ’ ছাত্রছাত্রী স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com