নবীগঞ্জ প্রতিনিধি ॥ অবশেষে নবীগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের বিরোধ অবসান হয়েছে। নতুন নির্বাচন নিয়ে সাংবাদিকদের মধ্যে উৎসবের আমেজ শুরু হয়েছে। নবীগঞ্জ প্রেসক্লাবের বিরোধ মিমাংসা ও নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে ডাকবাংলোতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সাধারণ সভায় নবীগঞ্জ প্রেসক্লাব বার্ষিক নির্বাচন উপলক্ষে সর্বসম্মতিক্রমে তফসীল ঘোষণা করা হয়। ২০১৩ সালে নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়। বর্তমানে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে কর্মরত সাংবাদিকদের মতামতের প্রেক্ষিতে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম ও এম এ আহমদ আজাদ। উক্ত কমিটির সদস্যরা একাধিক সভায় মিলিত হয়ে আলোচনা পর্যালোচনা করে ঐক্যবদ্ধ নবীগঞ্জ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে এবং ঐক্য স্থায়ীভাবে ধরে রাখতে একটি অঙ্গীকারনামা তৈরি করেন। ৯টি শর্ত বিশিষ্ট ওই অঙ্গীকারনামা গতকাল সাংবাদিকদের সাধারণ সভায় পেশ করা হলে সর্বসম্মতিক্রমে উক্ত শর্তগুলো ৫শ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিতভাবে লিপিবদ্ধ করা হয়। পরে নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক নির্বাচনী তফসীল ঘোষণা করেন। তফসীল মোতাবেক মনোনয়ন ফরম সংগ্রহ ১৬ ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিল ১৭ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র যাছাই বাছাই ও প্রত্যাহার ১৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত, ওইদিন বিকেল ৫টায় প্রতীক বরাদ্দ। নির্বাচন ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
নবীগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, ফখরুল ইসলাম চৌধুরী, মো. আলাউদ্দিন, এমএ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, এম এ মুজিবুর রহমান, শাহ সুলতান আহমেদ, কিবরিয়া চৌধুরী, মো. আলমগীর মিয়া, সেলিম তালুকদার, অলিউর রহমান অলি, আকিকুর রহমান সেলিম, মুরাদ আহমদ, নুরুজ্জামান ফারুকী, এটিএম জাকিরুল ইসলাম, এম এ মুহিত, মহিবুর রহমান, মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শওকত আলী, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মুজাহিদ আলম চৌধুরী, আলী হাছান লিটন, তৌহিদ চৌধুরী ও নাবিদ মিয়া। সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন কমিশন গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিককে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার যথাক্রমে দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের সম্পাদক ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ ও সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য রিংকু। এছাড়া তাদের অনুপস্থিতিতে নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করবেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু ও এম এ আহমদ আজাদ। সভায় সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেন, দীর্ঘ ৭ বছর পর নবীগঞ্জ প্রেসক্লাব নিয়ে গ্রুপিং এর অবসান হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান।