স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম চেকানগরে এক নিরীহ পরিবারের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ কয়েকবার রাস্তার বেড়া অপসারণ করে দিলেও পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বল প্রয়োগ করে আবার বেড়া দিয়ে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেছে ওই প্রভাবশালী পরিবার। থানা থেকে ৩০ কিলোমিটার দূরে হওয়ায় পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছতে পারে না। এ নিয়ে মিনারা খাতুন নামে এক নিরীহ মহিলা আদালতে প্রতিপক্ষ আব্দুল আলী ও আশ^ব আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। মিনারার মামলাটি আদালতের নির্দেশে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হকের তত্ত্বাবধানে এসআই শেখ আজহারুল ইসলাম ও এএসআই আব্দুল বাতেনসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েকবার রাস্তার উপর থেকে বেড়া অপসারণ করে দেন। পুলিশ চলে আসলেই পুনরায় রাস্তার উপর আবার বেড়া তৈরি করে উশৃঙ্খল লোকেরা। স্থানীয়রা জানান, আব্দুল আলী ও আশ^ব আলী প্রভাবশালী হওয়ায় তারা এলাকার বিচার-আচার ও জনপ্রতিনিধিদের কোন রায় মানে না।
এ ব্যাপারে গাজিপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জের অনুরোধে আমি ঘটনাস্থলে গিয়ে বেড়া অপসারণ করার চেষ্টা করি। কিন্তু এক পক্ষের মহিলা এত বেপরোয়া যে, কারও কথা শুনতে চায় না। পরে আমি ব্যর্থ হয়ে ফিরে আসি। চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, আদালতের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার উপর থেকে সকল প্রতিবন্ধকতা সরিয়ে দেয়। কিন্তু পুলিশ চলে আসার পর আবার তারা বেড়া দিয়ে দেয়। বার বার পুলিশ কড়া সতর্ক থাকার পরও এরা বেপরোয়া হয়ে আদালতের নির্দেশ অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দিয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com