স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে মিজানুর রহমান (২৫) নামে এক কাঠমিস্ত্রীকে ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেছে ভ্রাম্যমান আদালত। তবে একই গ্রামের বাসিন্দা হওয়ায় এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা ৭টায় তাকে এ সাজা দেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের মখলিসুর রহমানের পুত্র মিজানুর রহমান প্রায়ই আসা-যাওয়ার পথে স্থানীয় আহাম্মদ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে প্রেম নিবেদন করত। গত ৩ ডিসেম্বর ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এরই প্রেক্ষিতে চুনারুঘাট থানার ওসি নির্দেশে এএসআই উস্তার ইমরান শনিবার বিকেলে শফিককে আটক করে থানার নিয়ে আসে। এ সময় এ প্রতিনিধি ছবি ধারণ করতে গেলে সে নিজেকে নির্দোষ দাবি করে বলে,‘আমরা পাশাপাশি বাসিন্দা। আমাদের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ আছে। তাই কোন কিছু করতে না পেরে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসিয়েছে। অবস্থা বেগতিক দেখে পুলিশ মিজানকে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা শশীর কার্যালয়ে নিয়ে গেলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মিজানুর রহমানকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।