স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের প্রচেষ্টায় দীর্ঘদিন পর নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ করছেন লোকড়া ইউনিয়নের যাদবপুর ও গোপলপুর গ্রামবাসী। এই কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে উপজেলা চেয়ারম্যান নিজেও তাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন। এতে খুশি গ্রামবাসী।
গতকাল বিকালে যাদবপুর ও গোপালপুর গ্রামে রাস্তা নির্মাণ কাজ পরিদর্শনে যান উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। উপস্থিত মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন। এ সময় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, যে কোন কাজে আমাকে পাশে পাবেন। এটা আমার দায়িত্ব ও কতর্ব্য। তবে উন্নয়নমূলক কাজে সকলের সযোগিতা প্রয়োজন। আপনারা নিজেদের মধ্যে কোন ধরণের ঝগড়া বা মতবিরোধ সৃষ্টি করবেন না। যে বেশি পরিশ্রম করবে জনগণই তার মূল্যায়ন করবে।
মোতাচ্ছিরুল ইসলাম বলেন, আপনাদের ভালবাসায় আমি চিরঋণী। আমি নিজেকে দেশ ও দশের স্বার্থে বিলিয়ে দিতে প্রস্তুত। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নমূলক কাজ করতে হবে। তাহলে আমাদের দেশ হয়ে উঠবে সুন্দর ও সমৃদ্ধিময়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com