শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদ কর্তৃক প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে আলোর মিছিল করে। বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণ হতে শুরু করে দুর্জয় হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচি পালন করে। আলোক প্রজ্জ্বলন শেষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি প্রণব কুমার দেবের সভাপতিত্বে এবং জেলা সংসদের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক অংকন রায়, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা মৃদুল কান্তি রায়, খলিলুর রহমান সহ প্রমুখ। বক্তারা বলেন পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিলো তাদের পরাজয় সন্নিকটে তখন বাংলাদেশকে বুদ্ধিবৃত্তিকভাবে পঙ্গু করে দিতেই ১৪ ডিসেম্বর বাংলাদেশের গবেষক, চিকিৎসক, বিজ্ঞানীসহ সকল বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করে। সেই একইভাবে এখন শিক্ষাকে পণ্যে রূপান্তর করার মাধ্যমে চলছে শিক্ষার মেরুদন্ড ভাঙবার পায়তারা, ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে হায়েনাদের তান্ডব। এসব সন্ত্রাস-লুটপাটের বিরুদ্ধে লড়াইয়ে বিগত আন্দোলন সংগ্রামের মতই ছাত্র ইউনিয়ন তার অগ্রণী ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি