‘তোমরা তোমাদের বর্তমানকে উৎসর্গ করেছ আমাদের অনাগত ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে ‘প্রাকৃতজন’ হবিগঞ্জ। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় আরডি হল প্রাঙ্গণে আলোক প্রজ্জলন ও কবিতা পাঠের অয়োজন করা হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোক প্রজ্জলন কর্মসূচিতে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে আলোচনায় অংশ নেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ মিজানুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, লেখক তাহমিনা বেগম গিনি, সংগীতশিল্পী আমির মোহাম্মদ, বাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল করিম কিম, বিশিষ্ট চিকিৎসক আবু সাঈদ আব্দুল্লাহ, অধ্যাপক নাসরিন হক, হুমায়ুন খান, বাবলি চৌধুরী, কুমকুম চৌধুরী, সিলেটের নাট্যকর্মী জাকির হোসেন, অ্যাডভোকেট বিজন বিহারী দাস, ডা: এস এস আল-আমিন সুমন, ডা: আলী হাসান চৌধুরী পিন্টু প্রমূখ। ‘আমি জন্মেছি বাংলায়’ শিরোনামের কবিতা অনুষ্ঠান পরিবেশন করেন পদক্ষেপ আবৃত্তি পরিষদের সদস্যবৃন্দ। প্রাকৃতজন সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বিজয়ের পূর্ব মুহূর্তে এই দিনে জাতিকে মেধাশূন্য করে দেয়ার নীলনকশায় আমাদের শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক আইনজীবীসহ বুদ্ধিজীবীদের ঘর থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com