স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের উত্তরপাড় এলাকায় মাদকসেবীদের হামলায় সৈয়দ আব্দুল কাদির নাঈম নামে এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সৈয়দ আব্দুল কাদির নাঈম জানান, গতকাল রাত পৌনে ৯টায় দিকে ৭৫ হাজার টাকা নিয়ে তিনি দেশমুখ্যপাড়া যাচ্ছিলেন। রাস্তায় সাগরদীঘির দক্ষিণ পাড় গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে মাদকসেবী মশিউর রহমানসহ আরো কয়েকজন তার উপর অতর্কিত হামলা চালায় এবং তার কাছে থাকা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাতেই হাসপাতালে আহত সৈয়দ আব্দুল কাদির নাঈমকে দেখতে হাসপাতালে যান বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম। তিনি জানান, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি, কি নিয়ে ঘটনা ঘটেছে। আর যারা ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। অপর একটি সূত্র জানায়, আহত সৈয়দ আব্দুল কাদির নাঈম ও তার উপর হামলাকারী মশিউর এক সাথে চলাচল করেন। নাঈমও মশিউরের সাথে মাদক সেবন করে। গতকাল মাদক সেবন করতে গিয়ে দু’জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে মশিউর তার লোকজনদের নিয়ে নাঈমের উপর হামলা চালায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com