স্টাফ রিপোর্টার ॥ অত্যন্ত সাদাসিধে, ভদ্র, অমায়িক ব্যবহারের অধিকারী সদা হাস্যোজ্জ্বল ব্যক্তিত্ব হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টারস্থ (তিনকোনা পুকুর পাড়) ফুলতলী ক্লথ স্টোরের মালিক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ পাবেল চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুর ২টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৩৩ বছর। তিনি বাবা-মা, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ রবিবার সকাল ১১টায় নিজ বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার মুরাদপুর চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে
প্রসঙ্গত, মরহুম পাবেল চৌধুরী বানিয়াচঙ্গ উপজেলার মুরাদপুর চৌধুরী বাড়ির মোঃ মঈন উদ্দিন চৌধুরীর ছোট সন্তান ও দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ সংবাদদাতা রফিকুল হাসান চৌধুরী তুহিনের তালাতো ভাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com