দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত আসরে যোগ দিচ্ছে পেশাধারী জুয়াড়িরা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার শালটিলা ফরেস্ট ভিট এলাকায় পাহাড়ের ভিতরে গুপ্ত স্থান পরিবর্তন করে এখন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া বাজারের সড়কের উত্তর পার্শে চারাবাড়ির গুপ্ত স্থানে চলছে জুয়ার আসর। এ আসর প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে। উক্ত আসরে হবিগঞ্জ জেলা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে পেশাধারী জুয়াড়িরা এসে যোগ দিচ্ছে। সেই সাথে বিভিন্ন শ্রেণির পেশাজীবী কিশোর থেকে প্রাপ্তবয়স্ক লোকজনও যোগ দিচ্ছে জুয়ার আসরে। রাজিউড়া বাজারের কয়েক ব্যবসায়ী জানান, পেশাদার জুয়াড়ি এখলাছ মিয়ার নেতৃত্বে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা চলে এ জুয়ার আসরে। এলাকার কিছু অসাধু প্রভাবশালী চক্রকে ম্যানেজ করে এই জুয়ার আসর পরিচালনা করা হচ্ছে।
বিভিন্ন সূত্র জানায়, জুয়া খেলায় টাকা খুইয়ে জুয়াড়িরা চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে।
অপরদিকে, শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানেও জমজমাট হয়ে উঠেছে জুয়ার আসর। দেশের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার ও মোটরসাইকেল যোগে আগমন হয় জুয়াড়িদের। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ আসর। শুধু জুয়াই নয়, উপজেলার বিভিন্ন স্পটে রয়েছে মাদক ব্যবসায়ীদের আস্তানা। রুটিন করে কেবল পরিচিতদের কাছেই বিক্রি করে ইয়াবাসহ নানান মরণ নেশা। শায়েস্তাগঞ্জ নিজগাঁও দিঘীরপাড়, রেলওয়ের পশ্চিম দিকের পরিত্যক্ত ভবন, রেলওয়ে গেইট এলাকার মাহিনুরের বাড়িসহ আরও কয়েকটি জায়গায় এ ব্যবসা জমজমাট হয়ে উঠেছে।