স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়ানের কালিকাপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের বিপুল মিয়ার ঘরে আগুন লাগে। মাধবপুর থানার এসআই আবুল কাশেম আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মাধবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার জানান- কিভাবে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে তা তদন্ত করে বলতে হবে। প্রাথমিকভাবে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com