হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক নয়া কমিটি

এমপি মজিদ খানকে জাতীয় পরিষদ সদস্য ঘোষণা

এসএম সুরুজ আলী ॥ আবারও তিন বছরের জন্য হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। আর সাধারণ সম্পাদক হয়েছেন জেলা আওয়ামীলীগের বর্তমান সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। বুধবার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলনে শুধুমাত্র সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাঁদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে তিনি জেলা আওয়ামী লীগের বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য হিসেবে ঘোষণা দেন। নতুন কমিটি ঘোষণার সাথে সাথে সম্মেলনস্থলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মী মুহূর্মুহু করতালির মাধ্যমে নয়া কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। পরে দলীয় নেতাকর্মীরা এমপি আবু জাহির ও আলমগীর চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কমিটির নেতৃত্ব নিয়ে প্রায় এক মাস ধরে চলছিল নানা গুঞ্জন। কেউ বলছেন নির্বাচনের মাধ্যমে কমিটি হবে। আর কেউ বলছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কমিটি গঠন করা হবে। অপরদিকে কারা হচ্ছেন সভাপতি-সাধারণ সম্পাদক এ নিয়ে চলছিল চুলছেড়া বিশ্লেষণ। নেতৃত্বে আসতে সভাপতি, সাধারণ সম্পাদকেসহ ৮ পদে প্রতিদ্বন্দ্বিতায় নামেন ৩০ নেতা। অবশেষে ওবায়দুল কাদেরের মুখে নাম ঘোষণার পর এ আলোচনার অবসান ঘটলো। ২০১৩ সালের ১৩ জুন সর্বশেষ জেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে গোপন ভোটে অ্যাডভোকেট মোঃ আবু জাহির সভাপতি এবং অ্যাডভোকেট আব্দুল মজিদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।