স্টাফ রিপোর্টার ॥ সিলেটে ট্রাফিক-ই-সেবা চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সিলেটে ডিআইজি অফিসে এক সচেতনতামুলক আলোচনা সভার মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন ডিআইজি মোঃ কামরুল হাসান বিপিএম-বার। এ সময় উপস্থিত ছিলেন সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পুলিশ সুপারগণ ও হবিগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক অরুণ বিকাশ দেওয়ান, এসআই মোঃ মোশারফ হোসেনসহ হবিগঞ্জের বিভিন্ন যানবাহনের শ্রমিক নেতৃবৃন্দ। সভায় বক্তারা ডিজিটাল পদ্ধতিতে গাড়ির যাবতীয় জরিমানা ও লেনদেন মোবাইল ব্যাংকিং এর আওতায় পরিশোধ করার বিষয়ে আলোচনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com