মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও সক্রিয় ছিল চোরচক্র। সেখান থেকে বেশ কিছু মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে জনসমূদ্রে পরিণত হয় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ। উৎসুক জনতার যখন মঞ্চের দিকে দৃষ্টি, তখন সক্রিয় ছিল চোরচক্র। সম্মেলনস্থল থেকে তারা বিভিন্ন কায়দায় হাতিয়ে নেয় বেশ কিছু মোবাইল ও মানিব্যাগ। তবে মানিব্যাগের মধ্যে গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে ফেলা অনেকেই দিশেহারা হয়ে পড়েন।
মোবাইল খুইয়েছেন সদর উপজেলার পইল গ্রামের আতাউর রহমান। তিনি বলেন- কয়েকদিন আগে আমি মোবাইলটি কিনেছি। কিন্তু সম্মেলনে আসার পর মোবাইলটি হাত থেকে পড়ে যেতে পারে ভেবে পকেটে রেখেছিলাম। কিন্তু হঠাৎ দেখি পকেটে মোবাইল নেই।’
এড়ালিয়া গ্রামের নূরুল আমীন বলেন- ‘আমার পকেট থেকে একটি নকিয়া মোবাইল নিয়ে যায় চোরচক্র। শুধু আমি নয়, আরও বেশ কয়েকজনের মোবাইল ছিনতাই হয়েছে।’
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com