মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজারে সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সূত্র জানায়, সৈয়দপুর বাজারের সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গত কয়েকদিন ধরে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার বিকেলে সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার চৈতন্যপুর গ্রামের রব্বান মিয়া ম্যানেজারের টাকা চান একই ইউনিয়নের উমরপুর গ্রামের এক সিএনজি ড্রাইভারের কাছে। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে উভয়পক্ষের আত্মীয় স্বজন এসে সংষর্ষে লিপ্ত হন। এই সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। সংঘর্ষে সৈয়দপুর বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। হামলার ঘটনা থেকে রক্ষা পেতে পথচারী ও বাজারের লোকজন দিগি¦দিক ছোটাছুটি করেন। আহতরা হলেন মুহিবুর রহমান (৩২), সাইফুর রহমান (৫৫), বদরুল (১৭), আতিকুর রহমান (১৯), তামিম (১৯), আব্দুল আহাদ (৪৫), খালিক মিয়া (৩১), রাজা মিয়া (২২), খালেদ মিয়া (৩০), মুরশেদ মিয়া (২৫), সানি (১৫), বাবুল রহমান (২৪), জুনেদ আলী (৪০), জাহিদুল ইসলাম (২৫), সিরাজুল ইসলাম (২৮), নজমুল ইসলাম (২১), জিবলু মিয়া (৩৮), নুরুজ্জামান (২৫), আজাদ আলী (৫০) ও ফারুক মিয়া (২০)। তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদের আউশকান্দি অরবিট হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি অপারেশন আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।