সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক পেলেন হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলাম। ২০১৭-২০১৮ অর্থ বছরে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী হিসেবে তাঁকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। জাতীয় ভ্যাট সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে মঙ্গলবার সিলেট উপশহরের হোটেল রোজভিউ এর ক্রিস্টাল বলরুমে আয়োজিত মতবিনিময় সভা ও ব্যবসায়ী সম্মাননা শীর্ষক সেমিনারে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারীগণকে ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান অনুষ্ঠানে এ স্মারক প্রদান করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ মাসুদ সাদিক, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, কর অঞ্চল সিলেটের কর কমিশনার রনজীত কুমার সাহা। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com