চুনারুঘাট উপজেলার দুর্গাপুর দত্তবাড়িতে শ্রীশ্রীকৃষ্ণকালী মাতার মন্দিরে শ্রীশ্রীকৃষ্ণকালী পূজা আগামী ১৪ই ডিসেম্বর শনিবার হইতে ১৫ই ডিসেম্বর রবিবার পর্যন্ত, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আয়োজকরা ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ বছর নিয়ে ১৬বছর পূর্ণ হবে। অনুষ্ঠান সূচির মধ্যে- ১৪ই ডিসেম্বর শনিবার দুপুর ১২টায় শ্রীমদ্ভগবত গীতাপাঠ ও আলোচনা সভা, আলোচক – জয়ন্ত ভট্টাচার্য্য শ্রীমঙ্গল, মানিক চন্দ্র দেব চুনারুঘাট, দুপুর ১.৩০মিঃ সময়ে ভোগরাগ, দুপুর ২টায় ধর্ম সভা আলোচক – শ্রীমৎ স্বামী শম্ভুনাথানন্দগিরি মহারাজ মহাচৈতন্য মঠ তেলিয়াপাড়া, স্বদেশ রঞ্জন সরকার চুনারুঘাট, বিকাল ৪টায় পদাবলী কীর্ত্তন পরিবেশনায় – শ্রীশ্রী চৈতন্য সম্প্রদায় জুড়ী, কীর্ত্তনীয়া নিরেন্দ্র চন্দ্র দেবনাথ। ১৫ই ডিসেম্বর রবিবার সকাল ৮টায় পূজারম্ভ, সকাল ৯টায় শ্রীশ্রী চন্ডীপাঠ ও শ্রীশ্রী গীতাপাঠ পরিবেশনায় শ্রীমৎ স্বামী রনজিতানন্দ গিরি মহারাজ শংকর জ্যোতি মঠ ও মিশন চুনারুঘাট, দুপুর ১টায় গণেশ বন্দনা ও মন্দির পরিক্রমা, দুপুর ১.৩০মিঃ সময়ে ভোগরাগ, দুপুর ২টায় প্রসাদ বিতরণ, দুপুর ২.৩০ মিঃ সময়ে কবি কীর্ত্তন পরিবেশনায় রাধামাধব কবি পার্টি মাগুড়া, সন্ধ্যা ৫টায় সন্ধ্যারতি ও গণেশ বন্দনা, সন্ধ্যা ৬টায় পদাবলী কীর্ত্তন পরিবেশনায় শ্রীশ্রী সত্যনারায়ণ সম্প্রদায় শ্রীমঙ্গল, রাত ৯টায় কবিগান (কৃষ্ণ তত্ত্ববিষয়ক) পরিবেশনায় – কবি আশুতোষ সরকার ও কবি সহদেব সরকার ফরিদপুর। ১৬ ডিসেম্বর সোমবার ভোর ৫টায় মন্দির পরিক্রমা তৎপর অনুষ্ঠান আয়োজন সমাপন হবে।
রাইরঞ্জন পাল
সংবাদপত্র এজেন্ট
মধ্যবাজার, চুনারুঘাট, হবিগঞ্জ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com