স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি মোস্তফা আলী, সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তাফা শহীদ, মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এমপি শরীফ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ডাঃ শামছুল হোসেন উমদা মিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। নৌ-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য দেয়ার পূর্বে তাঁর হাতে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তালিকা দেয়া হয়। মন্ত্রী বলেন, তালিকায় যাদের নাম বলা হয়েছে তাদের বাইরে একজনকে আমি চিনি। তিনি হলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মরহুম নিম্বর আলী তালুকদার। একসময় এই এলাকায় আমাদের ঠিকানা ছিল উনার বাড়িতে। আজকের অনুষ্ঠানে উনাকে স্মরণ করা হয়নি। আমি শ্রদ্ধাভরে উনাকে স্মরণ করছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com