স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সরকার মালিকানাধীন শাহজিবাজার রাবার বাগান থেকে কর্মকর্তাদের জিম্মি করে বালু চুরি করে নিয়ে গেছে স্থানীয় প্রভাবশালীরা। এ ঘটনায় রাবার বাগানের ব্যবস্থাপক কে.এম মাহবুবুল আলম বুধবার সকালে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়- মঙ্গলবার সকালে শাহজিবাজার রাবার বাগানের তেতুলতলা ছড়া থেকে চুরি করে ট্রাক যোগে বালু পাচারের সংবাদ পেয়ে নিরাপত্তা কর্মীদের নিয়ে বালুর ট্রাক আটক করেন বাগান ব্যবস্থাপক। এ সময় স্থানীয় প্রভাবশালী মহিউদ্দিন ও সালাউদ্দিন নামের দুই ব্যক্তি তাদের লোকজনদের নিয়ে নিরাপত্তারক্ষী ও কর্মকর্তাদের আটকে রেখে বালুর ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
প্রায় প্রতিদিন ওই বাগান থেকে অবৈধভাবে রাতের আধারে একটি চক্র বালু ও রাবার গাছ চুরি করে নিয়ে যায়। অবৈধভাবে বালু পাচারের কারণে বাগানের ভিতর দিয়ে যাওয়া গ্যাস লাইন হুমকির মুখে রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান- এ ঘটনায় থানায় অভিযোগ পেয়েছি । জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com