মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে জুয়েল খান (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে শহরের ইনাতাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল খান আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের হাজী আব্দুল হামিদের পুত্র।
সূত্র জানায়, কয়েক বছর পূর্বে শহরের ইনাতাবাদ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে জুয়েল তার পরিবার নিয়ে বসবাস করছেন। গতকাল দুপুরে গোসল করে কাপড় শুকানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যান জুয়েল। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ’ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোখলেছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ জুয়েলের মৃতদেহ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দৌস মোহাম্মদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গোসল করে কাপড় শুকাতে দিতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন জুয়েল
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com