মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক চৌধুরীবাজার-বগলাবাজার সড়ক। ওই সড়কের পুরানবাজার এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই এলাকায় রাস্তার দু’পাশে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। ওই সড়কের অগ্রদূত পরিবহনের কাউন্টারের সামনে পানি নিষ্কাশনের সুবিধার্থে কালভার্ট নির্মাণ শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দীর্ঘদিন অতিবাহিত হলেও এর নির্মাণকাজ শেষ হয়নি। ফলে ওই সড়ক দিয়ে পণ্যবাহী যান চলাচল করতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে তাদের মাঝে বিরাজ করছে চাপা ক্ষোভ।
এ ব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সভাপতি মোঃ শামছুল হুদা জানান, প্রায় দুই মাস আগে কালভার্টটির নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও অজ্ঞাত কারণে এর নির্মাণকাজ বন্ধ রয়েছে। ফলে পাইকারি ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ এলাকাটি দীর্ঘদিন ধরে যেন শহরের সাথে বিছিন্ন। গাড়ী চলাচল করতে না পারায় ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে এ ব্যাপারে কারও কোন দায়বদ্ধতা নেই। বৃহস্পতিবার ওই এলাকার প্রায় ২০ জন ব্যবসায়ী তার কাছে এসেছেন বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনা করে সমাধানের পথ খুঁজতে। তিনি তাদের এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করবেন বলে আশ^স্থ করেন। তিনি ব্যবসায়ীদের পক্ষ থেকে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।