স্টাফ রিপোর্টার ॥ আসন্ন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর টাউন হলে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান।
পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। এছাড়াও হবিগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সফল ও সুন্দরভাবে আসন্ন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা। সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com