লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মুজিবুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা গেছে ওই গ্রামের নিরিহ ও শান্তিপ্রিয় ব্যক্তি আসর আলী ও তার পরিবারকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে মুজিবুর গং। গ্রামের যে কোন বিষয়ে আধিপত্য নিয়ে এককভাবে নেতৃত্ব দিয়ে আসছে তারা। গ্রামে দাঙ্গা সৃষ্টিসহ অতিউৎসাহী মজিবুর রহমানের নিকট থেকে নিরীহ মানুষজন রক্ষা পাচ্ছেন না। এছাড়া মুজিবুর রহমানের ভাতিজার বিরুদ্ধে একাধিক মামলা মোকদ্দমা রয়েছে এবং বিভিন্ন সময়ে হাজতবাসও করেছে। আসর আলী মজিবুর রহমানের বিরোধী পক্ষ হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে ও সর্বদা ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত থাকে। এমনকি নিরীহ আসর আলীর পরিবারও বাদ যায়নি মজিবুরের ভাতিজা খোকনের মিথ্যা মামলা থেকে। কিছুদিন আগে আসর আলীর ভাতিজা ইকবাল মিয়া নিজ ভূমিতে নতুন ঘর তৈরি করে। এসময় মুজিবুর গং ইকবালের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে গ্রাম ছাড়ার হুমকি দিয়ে আসছে তারা। বর্তমানে আসর আলী ও ইকবালের পরিবারের লোকজন আতংকে দিন কাটাচ্ছেন। এছাড়া আসর আলীর পরিবারকে হয়রানি করার জন্য তার ভাতিজার বিরুদ্ধে ভূমি দখল ও অবৈধ নামজারি বাতিলের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি দরখাস্তও প্রেরণ করেছেন মজিবুর গং। মজিবুর গং মসজিদের ভিতরে গাঁজার গন্ধ করার অপপ্রচার চালিয়ে মুসল্লিদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি করে। মুজিবুর গ্রামে একটি মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছে। গ্রামের মুসল্লিরা হিসাব নিকাশ চাইলে আজ নয় কাল সময় ক্ষেপন করে আসছেন। পাশাপাশি মুসল্লিদের সাথে দুর্ব্যবহার করে ও নানাভাবে হয়রানি করেন। এ ব্যাপারে গত ২৬ নভেম্বর ভুক্তভোগী মোঃ আসর আলী লাখাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মোঃ মজিবুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।