মঈন উদ্দিন আহমেদ ॥ কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার পূর্বে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় টাকা হাতিয়ে নিচ্ছে। স্কুলে ভর্তির সময় এলেই ওই চক্রটি সক্রিয় হয়ে উঠে। এ ব্যাপারে হবিগঞ্জ শহরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান শাইনিং স্টার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসান বলেন, হঠাৎ একদিন এক ভদ্রলোক তার কাছে এসে স্কুলে ভর্তি সংক্রান্ত তথ্য জানতে চায়। তিনি তাকে বিস্তারিত বুঝিয়ে বলেন। ওই সময় আগত ব্যক্তি তাকে বলে তার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবে তার জন্য একটি ভর্তি ফরম দিতে। তিনি তাকে বুঝিয়ে বলেন ভর্তির সময় আরো বাকী আছে পরে এসে ফরম নিয়ে যাবেন। ওই সময় আগত ব্যক্তি বলে আমি আসতে পারব না। ভর্তি ফরম দিয়ে দেন, সময়মতো আমি আমার স্ত্রীকে দিয়ে ফরম পূরণ করে স্কুলে পাঠিয়ে দেব। অগত্যা তিনি অফিস স্টাফের কাছে তাকে পাঠান ভর্তি ফরম দিতে। সে ফরম নেয়ার সময় একটি নতুন এক হাজার টাকার নোট দেয়। অফিস স্টাফ ভর্তি ফরম বাবদ ১শ’ টাকা রেখে বাকি টাকা তাকে ফেরত দেয়। পরে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ধরা পড়ে ১ হাজার টাকার ওই নোটটি জাল। বিষয়টি তখন তাকে ভাবিয়ে তুলে। পরে তিনি খোঁজ নিয়ে জেনেছেন এভাবে প্রতারক চক্রটি আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এমন করেছে এবং একই কায়দায় নতুন এক হাজার টাকার নোট দিয়ে কৌশলে ৯শ’ টাকা করে হাতিয়ে নিয়েছে। একই কায়দায় ওই প্রতারকচক্র বাড্স কেজি এন্ড হাই স্কুলে ফরম কিনতে গিয়ে ১ হাজার টাকার নোট দিলে সংশ্লিষ্ট স্টাফের সন্দেহ হয়। তিনি টাকাটি নকল বলে তাকে ফেরত দিলে প্রতারক তখন অন্যের মাধ্যমে সে প্রতারিত হয়েছে এমন অভিনয় করে হায় আফসোস করতে থাকে। পরে সে বিদ্যালয় ত্যাগ করে।
সৈয়দ এবাদুল হাসান আরো জানান, যারা এ ধরণের প্রতারণায় জড়িত তারা অত্যন্ত স্মার্ট এবং শুদ্ধ ভাষায় কথা বলে। তাদের দেখে কর্মকর্তা বলে মনে হয়। তাই প্রতারক হিসেবে তাদের সন্দেহ করার অবকাশ থাকে না।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com