নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের শেরপুর রোডের শাহপরান মার্কেট এলাকা থেকে দুই পেশাদার চোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলাম ও এসআই ফখরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো নবীগঞ্জ পৌর এলাকার আতাউর মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৫) ও চুনারুঘাট উপজেলার মুড়াড়বন্দ এলাকার মফিজ মিয়ার পুত্র জলিল মিয়া (১৯)। আটককৃতরা দীর্ঘদিন ধরে নবীগঞ্জে চুরি, ছিনতাইসহ নানা অপকর্মে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com