স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি পদে আরও একজন প্রার্থী হতে যাচ্ছেন। তিনি হলেন- সাবেক এমসিএ মরহুম মৌলানা আছাদ আলীর পুত্র ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর বড় ভাই হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস সড়কের বাসিন্দা অ্যাডভোকেট মোঃ ফজলে আলী। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সদস্য। ওই পদে প্রার্থী হওয়ার ইচ্ছে জানিয়ে জেলা আওয়ামী লীগের কাউন্সিলের জন্য গঠিত নির্বাচন কমিশনার ও আহবায়ক বরাবরে আবেদন জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁর আবেদন গ্রহণ করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত সহ-কমিশনার জিপি অ্যাডভোকেট আফিল উদ্দিন। তাঁর এই প্রার্থীতা ঘোষণা নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এ প্রসঙ্গে অ্যাডভোকেট ফজলে আলী জানান, আমি ও আমার পরিবার বংশগতভাবেই মুজিব আদর্শে বিশ্বাসী ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। যতদিন বাঁচবো ততদিনই আওয়ামী লীগ করব এবং শেখ হাসিনার উন্নয়ন ও দলীয় রাজনীতিকে উর্ধ্বে তুলে ধরার প্রাণান্তকর চেষ্টা চালাব। এমনকি হবিগঞ্জের উন্নয়নেও ভূমিকা রাখা আমার পক্ষে সম্ভব হবে। সেই সাথে দলীয় নেতাকর্মীদের সাথেও আমার থাকবে বরাবরের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমার এই প্রার্থীতা ঘোষণা ও সভাপতি পদে নির্বাচন করতে পারলে নেতাকর্মীদের সমর্থন-সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com