স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার উত্তর দৌলতপুর (বাগান বাড়ি) এবং মশপাল এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থাকে ৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো দৌলতপুর গ্রামের মৃত মোঃ আপ্তাব উদ্দিনের পুত্র মোঃ মাপজ মিয়া (৩২) এবং মশপাল গ্রামের মৃত আব্দুল ছমদ আলীর পুত্র মোঃ আক্কাছ আলী (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী কর্মকর্তা নোটন কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১টায় মশপাল গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ঐ গ্রামের আক্কাছ আলীর বসতঘরে লুকিয়ে রাখা ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিকেলে দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মাপজ মিয়ার বসতঘরে তোষকের নিচ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের আটক করার পর এলাকাবাসী অভিযোগ করে বলেন, তারা নিয়মিত ইয়াবা সংরক্ষণ করে ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযান নেতৃত্ব দেন বিভাগীয় পরিদর্শক মোঃ মিজানুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com