মোঃ আলাল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ বিদেশে যাওয়ার পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নবীগঞ্জে সালিশ বৈঠকে বিচারকদের সামনে পিতা-পুত্রের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পিতা-পুত্র দু’জনই গুরুতর আহত হয়েছেন।
আহত সূত্র জানায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইর গ্রামের সাহেব আলী ও করগাও ইউনিয়নের মিল্লিক গ্রামের এওর আলী শিকদারের মধ্যে বিদেশে যাওয়ার পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে মিনিবাস মালিক সমিতির অফিসে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠক বসে। এসময় টাকা নিয়ে বিরোধের মিমাংসা হয়। এক পর্যায়ে এওর আলী শিকদার ও তার ছেলে রুবেল শিকদার, রুমান শিকদার উত্তেজিত হয়ে সালিশ বৈঠকের সামনেই সাহেব আলী ও তার পুত্র রুহুল আমীনের (২২) উপর হামলা চালায়। হামলায় পিতা-পুত্র গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। সালিশ বৈঠকের সামনে এহেন কর্মকান্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন উপস্থিত মুরুব্বিয়ানরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com