স্টাফ রিপোর্টার ॥ দৈনিক ভোরের কাগজের হবিগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুস সালামের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুস সালামের একটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছে। এ ব্যাপারে মোঃ আব্দুস সালাম লাখাই থানায় লাখাইর ফুলবাড়িয়া গ্রামের রেনু মিয়া গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে এসআই রাজিবকে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার দায়িত্ব দেন লাখাই থানার ওসি।
অভিযোগে আব্দুস সালাম উল্লেখ করেন- ১৯৭৯ সালে লাখাই উপজেলার ফুলবাড়িয়া সাকিনের তাজুল ইসলামের কাছ থেকে তার চাচা আব্দুল হক কাটিয়ারা মৌজার জেএলনং-৬২, খতিয়ান নং-৩৪৮, দাগ নং-১৩৯৪ এ ৩১ শতক আমন জমি ক্রয় করেন। পরে জমির কিছু অংশ সড়কে পড়ে যায়। অবশিষ্ট ২৭ শতক ভূমিতে তিনি ধান চাষ করে আসছেন। কিন্তু একটি কুচক্রী মহল তার জমিটি জোরপূর্বক দখলের পায়তারা করে। এ প্রেক্ষিতে আব্দুস সালাম গত বছরের ৮ জানুয়ারি বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দরখাস্ত মামলা দায়ের করলে তা পরবর্তীতে মিস মামলায় রূপান্তরিত হয়ে গত ৫ মার্চ বিজ্ঞ আদালত বিবাদীদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। আব্দুস সালাম ২১ নভেম্বর সকাল ১১টায় শ্রমিক নিয়ে জমিতে আগাছা পরিষ্কার করতে গেলে রেনু মিয়া গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সালামের উপর হামলা চালায়। এ সময় সালাম আত্মরক্ষার্থে শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে দুর্বৃত্তদের কবল থেকে রক্ষা করেন। ওই সময় দুর্বৃত্তরা তাকে পুনরায় জমিতে গেলে হত্যার হুমকি দেয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com