স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী ৩৫ বছর পর সদর থানার পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে শ্রীমঙ্গল থেকে গ্রেফতার হয়েছে। গত শনিবার রাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও শ্রীমঙ্গল র্যাব-৯ এর একটি দল ওই এলাকার একটি চা-বাগান থেকে সাজাপ্রাপ্ত আসামী তাহের মিয়াকে (৫৫) গ্রেফতার করে। সে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুঘর গ্রামের তুরাব আলীর পুত্র।
সদর থানার ওসি (অপারেশন) দৌস মোহাম্মদ জানান, ১৯৮৯ সালের একটি ডাকাতি মামলায় তাকে ১০ বছরের সাজা ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করেন বিচারক। এরপর থেকে তাহের এলাকা ছেড়ে বিভিন্ন নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে জীবিকা নির্বাহ করে আসছিল। সম্প্রতি সে শ্রীমঙ্গলে একটি বাগানে চা-শ্রমিকের কাজ নেয়। গতকাল রবিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com