স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রবি মৌসুমে সরিষা, ভুট্টা, মুগ ও সূর্য্যমুখী চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ অলিদ মিয়া, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর মিয়া প্রমূখ। কৃষি অফিস সূত্র জানায়- উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮৪০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হবে।