নিজস্ব প্রতিনিধি ॥ জেলার চুনারুঘাট পৌর এলাকার মধ্য গোগাউড়ায় শাহীনা চৌধুরী নামের এক শিক্ষিকার বাসায় ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টায় ডাকাতির ঘটনাটি ঘটে। শাহীনা চৌধুরী গোগাউড়া গ্রামের মরহুম ফুরুক মিয়ার স্ত্রী ও দক্ষিণ গোগাউড়া আব্দুল মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একদল অস্ত্রধারী ডাকাত রান্নাঘরের জানালার গ্রিল কেটে ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি রেখে ঘরে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা, মোবাইল ফোন, ১৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা প্রায় ৩০ মিনিট তান্ডবলীলা চালিয়ে ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
শাহীনা চৌধুরী জানান, তাদের গোগাউড়া মহালদার বাড়িতে এই প্রথম ডাকাতির ঘটনা ঘটলো। তিনি আফসোস করে বলেন, ডাকাতদল লাখ লাখ টাকার মালামাল নিয়েছে। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করেছি মৃত স্বামীর স্মৃতি ডায়মন্ড আংটিটি না নেওয়ার জন্য। কিন্তু পাষন্ডরা এটি রেখে যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com