স্টাফ রিপোর্টার ॥ আবারো ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে হবিগঞ্জে। রবিবার রাত ৮টায় মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের মহিন মিয়ার পুত্র আব্দুল কাদির (১৪) ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আক্রান্ত কাদিরের মা জানান, গত কয়েকদিন ধরে তার সন্তানের বমি ও জ¦র দেখা দেয়। হবিগঞ্জে সে ডাক্তারের শরণাপন্ন হলে পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এদিকে এ খবর হাসপাতালে ছড়িয়ে পড়লে আবারও সবার মধ্যে ডেঙ্গু আতঙ্ক দেখা দেয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com