স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে বিয়ের প্রলোভন দিয়ে এক যুবতীর সর্বনাশ করেছে সুজন খান (৩০) নামে এক যুবক। বিষয়টি সামাজিকভাবে মিমাংসা না হওয়ায় নিরূপায় হয়ে ওই যুবতী হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিচারক মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তের জন্য আদেশ প্রদান করেন। গতকাল রবিবার সদর থানার এসআই আবু নাঈম আদালতের নির্দেশে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ধুলিয়াখাল গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র সুজন খানের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মন দেয়া-নেয়ার এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে মেয়েটির সাথে প্রায়ই দৈহিক সম্পর্কে মিলিত হতো সুজন। গত ১৮ সেপ্টেম্বর মেয়েটির বাড়িতে দৈহিক সম্পর্কে মিলিত হলে স্থানীয়রা তাদেরকে হাতে-নাতে আটক করে। কিন্তু মেয়েটিকে আবারও বিয়ের আশ^াস দিয়ে সুজন তাৎক্ষণিক নিজেকে রক্ষা করে। তবে পরবর্তীতে সে মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক অস্বীকার করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com