মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরের তেলিয়াপাড়ায় ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। রবিবার সকালে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নরসিংদী সদর উপজেলার ২৫৩ সাটিরপাড়া এলাকার আলী হোসেন মিয়ার ছেলে শরীফ মিয়া (৩৩) ও একই থানার আব্দুল মোতালেবের ছেলে আবু বক্কর সিদ্দিককে (২৫) আটক করে। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কার তল্লাশী করে ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সূত্র জানায়, তেলিয়াপাড়া চা-বাগান, সাতছড়ি জাতীয় উদ্যানের আশপাশ এলাকা মাদকের নিরাপদ রুট। ফলে প্রতিদিনই ওই এলাকায় বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের আনাগোনা লক্ষ্য করা যায়। সম্প্রতি তেলিয়াপাড়া চা-বাগানের ব্যবস্থাপক এমদাদুল হক মিঠু’র নেতৃত্বে মাদক বন্ধের দাবিতে তেলিয়াপাড়া বাগানের চা শ্রমিকরা মানববন্ধন ও সমাবেশ করেন। তারা বাগানের অভ্যন্তরে নিরাপত্তা চৌকি বসায়। এ ব্যাপারে থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহম্মেদ বলেন- পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।