স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ নাগরিক কমিটির আজীবন সদস্য লেখক, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদ সৈয়দ হাসান ইমাম হোছাইনী চিশতী এবং আজীবন সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হান্নানের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের রাজনগরস্থ ইসলামিয়া এতিমখানায় হবিগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী আব্দুল হাই’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকাদারের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন সিলেটের প্রাক্তন বিভাগীয় কমিশনার ফজলুর রহমান, বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রাক্তন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফরিদ মিয়া, নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার আশরাফ আলী খান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রধান শিক্ষক ফজলুল করিম, নাগরিক কমিটির কোষাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আলাউদ্দিন আহমেদ, মোল্লা জালাল উদ্দিন, আব্দুল মোতালিব মমরাজ, অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, অ্যাডভোকেট মোজাম্মেল হক প্রমূখ। শোকসভায় উভয় মরহুমের কর্মময় জীবনের উপর আলোচনা করা হয় এবং তাদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করা হয়। এছাড়াও নাগরিক কমিটি পক্ষ থেকে মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com