স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নাতিরাবাদ থেকে সাজাপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার পুত্র। গত শুক্রবার বিকেলে সদর থানার এসআই জহির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ চৌধুরী বাজার এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় ১ বছরের সাজাসহ ১০ লাখ টাকার জরিমানার পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিল। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com