মোঃ মামুন চৌধুরী ॥ চুনারুঘাট এলাকা থেকে চুরি করে নিয়ে আসা চোরাই গরুসহ শাহজাহান মিয়া (২২) নামে এক চোরকে শায়েস্তাগঞ্জে আটক করেছে পুলিশ। আটক শাহজাহান মিয়া হবিগঞ্জ সদর উপজেলার কালিনগর এলাকার বাসিন্দা আব্দুল মতলিব মিয়ার ছেলে। শনিবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ গরুসহ তাকে চুনারুঘাট থানার এসআই শামিউল ইসলামের কাছে হস্তান্তর করে। এর আগে শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে এসআই কাউছার মাহমুদ তোরনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পুরানবাজার এলাকা থেকে চোরাই গরুসহ শাহজাহানকে আটক করেছিল।
এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, চুনারুঘাট থানা পুলিশের কাছে গরুসহ চোরকে হস্তান্তর করা হয়েছে। তারা প্রকৃত মালিকের কাছে গরু বুঝিয়ে দিবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com