মোহাম্মদ শাহ্ আলম ॥ গত দুই বছরে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর কল সেন্টার ও ওয়েবসাইটে ৩১ লাখ অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। গতকাল শনিবার দুপুরে তিনি প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুদক এখন অনেক বেশী সক্রিয়। দুর্নীতিতে জড়িত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। দুদকের সকল বিভাগ ও জেলা অফিস সক্রিয়ভাবে কাজ করায় এখন সবাই সাবধান হচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে একটি ধারণা জন্মেছে ঘুষ ছাড়া চাকরি হয় না। দুদক এ ব্যাপারে স্কুলে স্কুলে সচেতনতা বাড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার, দুদক হবিগঞ্জের উপ-পরিচালক কামরুজ্জামান ও ডা. মো: জমির আলী।
প্রসঙ্গত, গণপূর্ত বিভাগ হবিগঞ্জ শহরের পাসপোর্ট অফিস সংলগ্ন সরকারি ভূমিতে ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুর্নীতি দমন কমিশনের নান্দনিক এই ভবনটি নির্মাণ করে। ৬ তলা ফাউন্ডেশনের এই ভবনের ২ তলা পর্যন্ত নির্মাণ করা হয়।
হবিগঞ্জে দুর্নীতি দমন কমিশনের নবনির্মিত ভবন উদ্বোধন
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com