স্টাফ রিপোর্টার ॥ “পুলিশের সাথে সঙ্গে কাজ করি, জঙ্গি মুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, নারী শিশু নির্যাতন দমন আদালতের স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী, দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি শ্রীকান্ত গোপ, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, মোহনা টিভি’র মোঃ ছানু মিয়া, মানবকন্ঠের পাবেল খান চৌধুরী, সাংবাদিক সালাম চৌধুরী প্রমূখ। সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করে অতিথিসহ দর্শকদের মাতিয়ে তুলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হকের পতœী, অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং সেন্টার) শৈলেন চাকমা’র পতœী, ডলি আক্তার, কাজল গোপ প্রমূখ। এর আগে মাদক, ইভটিজিং, নারী নির্যাতনের উপর নির্মিত শর্টফিল্ম প্রদর্শন করা হয়।