চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (সি,আ,ই) এর কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় পৌর শহরের মধ্যবাজার থানার রোডে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কার্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইঞ্জিনিয়ার মোকাদ্দিম তরফদার রিমনকে সভাপতি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুমায়ূন কবিরকে সহ-সভাপতি, ইঞ্জিনিয়ার শাহিদা আক্তার লাকীকে সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার শারমিন রজব সুমীকে সহ-সাধারণ সম্পাদক, ইঞ্জিনিয়ার রুহুল আমীন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, ইঞ্জিনিয়ার মাহবুবুর রশিদ কাপ্তানকে অর্থ সম্পাদক, ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান তালুকদারকে প্রচার সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট চুনারুঘাট ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন (সি,আ,ই) এর কমিটি গঠন করা হয়। নির্বাহী সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার বদিউল আলম দেওয়ান, ইঞ্জিনিয়ার সুবীর চন্দ্র দেব, ইঞ্জিনিয়ার বিপ্লব চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ বেলাল, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, ইঞ্জিনিয়ার ইমরান, ইঞ্জিনিয়ার আলী আক্কাছ, ইঞ্জিনিয়ার ছাব্বির আহমেদ, ইঞ্জিনিয়ার জুনায়েদ আহমেদ, ইঞ্জিনিয়ার জুবায়ের মিয়া, ইঞ্জিনিয়ার মুখলিছ মিয়া, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সুহেল মিয়া, ইঞ্জিনিয়ার খলিলুর রহমান ও ইঞ্জিনিয়ার নার্গিস আক্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com