হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের রামপুর উচ্চ বিদ্যালয়কে এমপিওভুক্ত করায় এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী। বৃহস্পতিবার রাতে এমপি’র বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় এমপি আবু জাহির বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস দেন।
উল্লেখ্য, ২০১০ সালে এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের প্রচেষ্টায় অবহেলিত এই বিদ্যালয়টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত এমপিওভুক্ত হয়। এ বছর আবারও এমপি আবু জাহিরের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়ে পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী এমপি আবু জাহির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com