“পুলিশের সাথে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিবাদ্য নিয়ে আজমিরীগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজমিরীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শনিবার সকাল ১১টায় থানা প্রাঙ্গণ থেকে র্যালি বের করে বাজারের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় থানা প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন তরফদারের সভাপতিত্বে, মো. টেনু মিয়ার পরিচালনা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাইমা খন্দকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মনোয়ার আলী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জামান আলী, ভাইস চেয়ারম্যান মমনিুর রহমান সজিব, মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান খাঁন বাচ্চু, সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কদ্দুছ সেন, কাকাইলছেও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিলোয়ার হোসেন মিলু, জলসুখা ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কামটির সভাপতি সিরাজ মিয়া প্রমুখ। পুলিশিং এ বিশেষ অবদান রাখার জন্য বদলপুর ইউপি চেয়ারম্যান শুসেনজিৎ চৌধুরী, কাকাইলছেও কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জজ মিয়া, শিবপাশা ইউপির গ্রাম পুলিশ রণবীর দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া দাঙ্গার সুফর কুফল সম্পর্কে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মিয়াধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কাজী সাদিয়া আলম, দ্বিতীয় স্থান অধিকারী ইবদিতা কবির মেহের, তৃতীয় স্থান অধিকারী তাহসিনা আরফিনকে পুরস্কৃত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com