সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘পুলিশই জনতা, জনগণই পুলিশ, পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে লাখাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯। শনিবার সকাল ১১টায় লাখাই থানা প্রশাসনের আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে ১৯ এর কার্যক্রম শুরু হয়। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আলোচনা সভায় মিলিত হয়। কমিউনিটি পুলিশিং সভাপতি মোহাম্মদ আলী টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুক্তার হোসেন বেনু ও লাখাই থানার ওসি তদন্ত অজয় চন্দ্র দেবের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলী নোয়াজ, আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংবাদিক বাহার উদ্দিন।
কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বামৈ সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয়ী ৩ জনকে ক্রেস্ট দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com