মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই ইউপি মেম্বারের পক্ষের লোকজনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মাঝে ১২ জনকে সদর আধুনিক হাসপাতলে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। শনিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার মহিদ উদ্দিনের ভাতিজা হাবিব (১২) এবং সাবেক ইউপি মেম্বার আব্দুল মজিদ চৌধুরীর পক্ষের সাদই মিয়ার ছেলে রিপন মিয়ার মাঝে প্রায় এক সপ্তাহ পূর্বে ঝগড়া হয়। এর জের ধরে উভয়পক্ষের লোকজন কয়েকদিন ধরেই সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে। শুক্রবার রাতে উভয়পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নেয়। শনিবার সকালে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের মধ্যে সোহাগ মিয়া, (৩০) আছব আলী (৫০), দুদু মিয়া (৩০), আছকির মিয়া (৩৫), নাঈম আহমদ, (১৮) রাজু মিয়া (২২), নূরুজ্জামান, (৩৫) নজরুল মিয়া (৩৪), রাজন মিয়া, (১৬) আলাল উদ্দিন, (৫০) জালাল মিয়া, (৫৪) লিমন মিয়াকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।