স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। ইতোমধ্যে মনোয়নপত্র জমা ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ৯টি পদে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, সাংগঠনিক সম্পাদক পদসহ ৬টি পদে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশাহিদ আলী আশা, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম সাজিদুর রহমান, আইন ও প্রশিক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মইনুল হাসান দুলাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক কেএম সামছুল হক আল মামুন। এছাড়াও আজ রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার সুযোগ রয়েছে। বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ এমদাদুল ইসলাম সোহেল ও আবু হাসিব খান চৌধুরী পাবেল। সহ-সভাপতি পদে সালাম চৌধুরী, মোঃ মামুন চৌধুরী ও নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোহাম্মদ নুর উদ্দিন ও ফয়সল চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সৈয়দ মশিউর রহমান ও সাইদুর রহমান কুটি। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কাজী মাহমুদুল হক সুজন ও জাহাঙ্গীর রহমান, সদস্য পদে লড়ছেন- অপু চৌধুরী, আব্দুর রউফ সেলিম, নজরুল ইসলাম, মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, মোঃ রহমত আলী ও আব্দুল হালিম।
সাংগঠনিক সম্পাদকসহ ৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com