স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার এক বাসায় চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাসার ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে।
সূত্র জানায়, রাজনগর এলাকার বাসিন্দা চিলড্রেন গ্রেইস স্কুলের পরিচালক আব্দুস ছাত্তারের পরিবারের লোকজন প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় বাসার ভেন্টিলেটর ভেঙ্গে চোরেরা ভিতরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আব্দুস সাত্তারের পরিবারের লোকজন মালামাল এলোমেলো দেখে এর উৎস খুঁজতে গিয়ে দেখেন উপরে ভেন্টিলেটর ভাঙ্গা। পরে আব্দুস সাত্তার বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই অভিজিত ভৌমিক ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনার সত্যতা স্বীকার করেন আব্দুস সাত্তার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com