স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ রেলওয়ে দিঘীর মাছ হরিলুট চলছে। এ নিয়ে যে কোন সময় দু’পক্ষের মাঝে ঘটতে পারে ভয়াবহ সংঘর্ষ। গত শুক্রবার বেলা ২টা থেকে শনিবার মধ্যরাত পর্যন্ত উৎসুক জনতা বড়শি, জাল, কুছা, পলো ইত্যাদি মাছ ধরার সরঞ্জাম দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ যেমন, রুই, কাতলা, মৃগেল, সরপুটি, সিলভার কার্পসহ ২ লাখ টাকার মাছ শিকার করে নিয়ে যায়। কিন্তু এতে কেউ বাধা প্রদান করেনি। তবে শনিবার মাছ ধরতে গেলে এক জনপ্রতিনিধির পক্ষ নিয়ে একদল লোক এলাকাবাসিকে বাধা প্রদান করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরে স্থানীয় মুরুব্বীরা বিষয়টির সমাধান করেন।
স্থানীরা জানান, বর্তমান যুগে জোর যার মুল্লুক তার। একজন জনপ্রতিনিধি জোরেবলে পুকুরের মাছ ভোগ করছেন। আমরা এখন সুযোগ পেয়েছি তাই মাছ ধরছি।
এ ব্যাপারে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, মাছ ধরা বর্তমানে বন্ধ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com