হবিগঞ্জের বিশিষ্ট দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ এসএস আল-আমিন সুমন একজন সৌখিন ফটোগ্রাফার। তিনি ফেসবুকে জনপ্রিয় ফটোগ্রাফি অনলাইন গ্রুপ ‘শখের ছবিয়াল’ এর অন্যতম এডমিন ও সমন্বয়কারী এবং ফটোগ্রাফি সোসাইটি অব হবিগঞ্জ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি ‘পাখির চোখে হবিগঞ্জ’ শিরোনামে ফেসবুকে একটি অ্যালবাম চালু করেছেন। যাতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যামেরায় আকাশ থেকে ছবি ধারণ করেন। সেই ছবিতে হবিগঞ্জের বিভিন্ন স্থানের চিত্র সুন্দরভাবে ফুটে উঠে। তাঁর উদ্দেশ্য ছবির মাধ্যমে মানুষের কাছে হবিগঞ্জকে তুলে ধরা। এখন থেকে ডাঃ সুমন তাঁর ছবি ও ছবির পরিচিতি তুলে ধরছেন দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায়। আজ প্রকাশিত হলো শায়েস্তাগঞ্জের অদূরে সুতাং নদীর রেলওয়ে ব্রিজের উপর থেকে তোলা তাঁর ছবি।
ডাঃ এসএস আল-আমিন সুমন
সুতাং নদীর রেলওয়ে ব্রিজ: ছোট বেলায় আমরা যখন ট্রেনে চড়ে নদীর উপর দিয়ে এমন ব্রিজ পার হতাম, একধরনের ঝম ঝম শব্দে শিহরিত হতাম। তখন মনে হতো আহা বাহির থেকে যদি দেখতে পারতাম…. আজ সত্যি বাহির থেকে দেখতে পাচ্ছি! যখন ছবিটি তুলছিলাম তখন এই একটি কথাই বার বার মনে পড়ছিলো, সত্যি আমি বাহির থেকে দেখতে পারছি! চিন্তা করছিলাম ছবিটির নাম কি হতে পারে… তখন মাথায় আসলো ‘সুতাং নদী ও রেলগাড়ি’… আসলেই তো, কেমন সুতাং নদীকে ভেদ করে রেলগাড়িটি চলে যাচ্ছে!
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com